আজ 15.04.2024 তারিখ এ জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ এর উদ্যোগে এক আইনি সচেতনতা শিবির আয়োজিত হলো খিদিরপুর হালদার পাড়া অঙগনওয়ারি সেন্টার এ, জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ এর পরিষেবা মূলক কাজ সম্পর্কে আলোচনা করা হল,উপস্থিত ছিলেন শিশু রা ও তাদের অভিভাবক রা, icds centre এর দিদিমণি, শিশু দের সুস্বাস্থ্য, গুড টাচ, ব্যাড টাচ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল, শিবির এর আয়োজন করেছে p l v Dipali kahar. জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ দক্ষিণ দিনাজপুর