Search This Blog

Monday, April 22, 2024

আইনি সচেতনতা শিবির

অদ্য 22/04/24 তারিখে সময় বিকাল চারটায় কালিকামড়া গ্রাম পঞ্চয়েতে আসা স্বনির্ভর দলকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। বিষয়  পরিযায়ী শ্রমিক,গরস্থ্য হিংসা, বধূ নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ করা, নারী পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজক পি এল ভি, আজিজার রহমান।