অদ্য 24/0424 তারিখে সময় বিকাল তিনটায় কুশমন্ডি ব্লকের আমিনপুরে এক স্বনির্ভর দলকে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। বিষয়, পরিযায়ী শ্রমিক, নারী পাচার, গারস্ত হিংসা, বধূ নির্যাতন,বাল্য বিবাহের মত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজক , পি এল ভি পারুল পারভীন ও আজিজার রহমান।