আইনি সচেতনতা শিবির

আজ ইঃ 12.04.2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বালুরঘাটে ব্লকের ফরেস্ট রোড একটি অঙ্গনওয়াড়ি সেন্টার আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি ও সহায়িকা, শিশুরা ও অভিভাবকরা।বিষয় ছিল ভালো স্পর্শ, খারাপ স্পর্শ ও চাইল্ড ম্যারেজে কুফল ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্মগুলো আয়োজক পি এল ভি সোমা পাল সাহা 
PLV Duty Roaster July 2024