দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের অনুমতি ক্রমে একটি আইনি সচেতনতা শিবির করা হলো ফুলবাড়ী টিউশন সেন্টারে। বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার, শিশু পাচার সম্পর্কে সচেতন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক: খয়বর মন্ডল ও আব্দুল রশিদ মিয়া । তারিখ: 19-04-2024

PLV Duty Roaster July 2024