8 MARCH 2024 INTERNATIONAL WOMEN,S DAY উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান নরসুন্দর পাড়া ICDS সেণ্টার এলাকা। নারীদের অধিকার হিসেবে এইদিনের গুরুত্ব,বাল্যবিবাহেরকূফল ও তার প্রতিকার। নারী পাচারকারীদের খপ্পরে না পড়া, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, সমাজ কল্যানে জেলা আইনি পরিসেবার ভূমিকা, এবং লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন সেণ্টারের কর্মী,সহায়িকা,ও এলাকার পঞ্চায়েত সদস্য। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা,খয়বর মণ্ডল ও গোলাম রাব্বানী।