দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের নির্দেশ মতো একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান ফুলবাড়ী মার্কেট এলাকা। গঙ্গারামপুর ব্লক। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার,মানব পাচারকারীর খপ্পরে না পড়া, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, সমাজ কল্যআনে জেলা আইনি পরিসেবার ভূমিকা,লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ। আয়োজক পি,এল, ভি আব্দুল রশিদ মিঞা ও খয়বর মণ্ডল। তাং ইং 05/03/2024