Search This Blog

Friday, March 15, 2024

আইনি সচেতনতা শিবির।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১৪ই মার্চ বালুরঘাট এলাকার ডাঙ্গা পঞ্চায়েতে হাজিপুর গ্রামে ডেইলি লেবারদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হলো। শিবিরে আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার শিশু পাচার নারী পাচার ও মানব পাচার তাছাড়াও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্ম আয়োজক পি এল ভি সোমা পাল সাহা ও সুপিয়া সরকার