বিশ্ব মানবাধিকার দিবস ( World Human Rights Day ) দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের উদয় জিপির তারাজু থেকে চালুন জিপির বাসুদেবপুর পর্যন্ত র্যালি করে প্রচার করা হলো ,
আজ ১০ ই ডিসেম্বর ২০২৩
মানুষের সামাজিক , সাংস্কৃতিক , শারীরিক অধিকার সম্পর্কে সচেতন বাড়াতে এবং সকলের কল্যাণ নিশ্চিত করতে মানবাধিকার দিবস পালন হয়ে আসছে। মানবাধিকার হলো সেই সব অধিকার , সেগুলি থেকে জাতি, ধর্ম , বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোন মানুষ কে নিপীড়িত বা বঞ্চিত করা যাবেনা ।
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা করে প্রথমবারের মতো মানবাধিকারের বিষয়টি উত্থাপন করে। ১৯৫০ সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়, এর পর থেকে প্রতিবছর ১০ ই ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস ( World Human Rights Day ) হিসেবে পালিত হয়। আমাদের দেশে সংবিধানেও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ।
ভারতবর্ষে ১৯৯৩ সাল থেকে মানবাধিকার আইন কার্যকর হয়।
ভারতে শিক্ষার অধিকার মানবাধিকারের অধীনে থাকা একটি গুরুত্বপূর্ণ অধিকার ।
: আয়োজক :
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর