9ই নভেম্বর 2023 জাতীয় আইনি পরিসেবা দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন ফুলবাড়ী এলাকা।বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানবপাচার, শিশুশ্রম, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি,এল,এস, এর কার্যক্রম এবং লোক আদালতে কিকি আইনি সহায়তা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।