আজকে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন BDMO অয়ন ব্যানার্জী বংশীহারী ব্লক, শক্তি বাহিনীর জেলা কো অর্ডিনেটর মিজানুর রহমান,ASI দিলীপ গুপ্তা,ASI দীপক গোস্বামী বংশীহারী থানা, প্রধান শিক্ষক সৌমেন্দ্র নাথ রায়,A T সুজাতা চক্রবর্তী, কিশোর রায়, নজরুল ইসলাম ও PLV নাসিম রেজা।