Search This Blog

Friday, July 28, 2023

Photo from Arup Kr Sarkar

আজ ইংরেজি ২৮ /৭ /২০২৩ ডেইলি লেবার কে নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উক্ত শিবিরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাবে তা নিয়ে আলোচনা করা হলো। বাল্যবিবাহ নারী পাচার ও শিশুশ্রম নিয়ে আলোচনা করা হলো। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করা হলো। উপস্থিত পি এল ভি গৌড় নিতাই হালদার ও অরূপ সরকার।