Photo from Abdul Rashid Sarkar

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। স্থান বোল্লা জি পি অফিস। আলোচনা র মধ্যে ছিল আগামী 09/09/2023 তারিখে জাতীয় লোক আদালতে আইনি সুবিধা,বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য স্বহিংসতা, নারী ও শিশু পাচারকারী চক্র সম্পর্কে সচেতন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 17/07/2023 
PLV Duty Roaster July 2024