দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্দোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।। গঙ্গারামপুর ব্লক। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম এবং লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি *Mintu Pramanik*। তাং ইং 27/06/2023