আজ ইংরেজি ১৯-৫-২০২৩ বালুঘাট ব্লকের ডাকরা ২৫ নম্বর আই সি ডি এস সেন্টারে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উক্ত শিবিরে শিশু সুরক্ষা বাল্যবিবাহ নারী পাচার ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরপে বিনামূল্যে কি কি পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হলো। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিদিমনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ ে উপস্থিত ছিলেন গৌর নিতাই হালদার ও অরূপ কুমার সরকার।