একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।স্থান প্রানসাগর ICDS সেণ্টার। আগামি 13মে 2023 জাতীয় লোক আদালতে আইনগত সুবিধা,বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন দিদিমনি হেল্পার ও এলাকার সাধারণ মানুষ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/04/2023