Search This Blog

Wednesday, March 15, 2023

আইনি সচেতনতা শিবির

আজকে বংশীহারী ব্লকে টাঙ্গন হলে এক এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের FEO,BDMO এবং উপস্থিত ছিলেন পি এল ভি আফতাব হোসেন সম্পা মন্ডল সরকার ও আব্দুল রশিদ মিঞা । যাদেরকে নিয়ে এই সচেতনতা শিবির তারা হলেন পুরোহিত ও মৌলবীদের নিয়ে। এই সমস্ত কিছুর আয়োজক পি এল ভি নাসিম রেজা ।