Childline মারফত খবর পেয়ে গত ১/২/২৩ তারিখ বাবাই নট্ট (১৮), পিতা-মদন নাট্ট, মাতা সবিতা নট্ট এর বাড়িতে বিয়ে হচ্ছে জানতে পেরে যাওয়া হয়। ছেলের বাড়ি রবীন্দ্রনগর খাদিমপুর স্কুল পাড়া এলাকায়। যেই মেয়েটির সাথে ঠিক হয় তার নাম সোনালী রায় (১৬), বাড়ি গঙ্গারামপুর ব্রুজ পাড়া এলাকায়। কিন্তু বিয়ে চলাকালীন গোপনে কেউ খবর দিলে নাবালক ও নাবালিকা সহ ছেলের বাবা ও মা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর ছেলের মা আসে এবং সমস্ত তথ্য আমাদের সামনে নিয়ে আসেন এবং জানান যে কাল দুপুর ১২ টার মধ্যে ছেলে ও মেয়েকে নিয়ে চার লাইন অফিসে যোগাযোগ করবেন এবং বাল্যবিবাহ অপরাধ এটি জেনে একটি দরখাস্ত সই করে দেন।উপস্থিত বালুরঘাট থানার পুলিশ চাইল্ড লাইন ও পি এল ভি পূজা দাস।