জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান মহাদেব পুর। তপন ব্লক। আলচ্য সূচী শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা, শিশু শ্রম, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা,গুড টার্চ ব্যাড টার্চ সম্পর্কে ধারনা এবং করনীয় কি, 1098 নং এর প্রয়োজনীয় তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা ও খয়বর মণ্ডল। তাং ইং 16/02/2023