WORLD DAY OF SOCIAL JUSTICE উপলক্ষে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 9 নং চালুন জি পি। গঙ্গারামপুর ব্লক। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম এবং লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 20/02/2023