NATIONAL GIRL' CHILD DAY কন্যাশিশু এবং অভিভাবকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 10 নং উদয় জি পি এলাকার বর্ষাহার গ্রাম। গঙ্গারামপুর ব্লক। শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা,গুড টার্চ বেট টার্চ সম্পর্কে ধারনা এবং করনীয় কি, শিশু শ্রম, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 24/01/2023