শুভ নববর্ষ 2023 এর প্রথম দিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান 10 নং উদয় জি পি এর অধীন বর্ষাহার গ্রাম। গঙ্গারামপুর ব্লক। বছরের প্রথম দিনে র শুভেচ্ছা সহ আলোচনার বিষয় ছিল বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, পক্সো আইন, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডি এল এস এর কার্য্যক্রম, লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায়, শিশু দের গুড টার্চ ব্যাড টার্চ সম্পর্কে ধারনা এবং করনীয় কি এবং ডেঙ্গুরোগ থেকে বাঁচতে বিভিন্ন করনীয় কি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।