দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে প্রানসাগরে রহমানিয়া একাডেমিতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন - মাননীয়া বিচারক তথা সেক্রেটারি - সঙ্গীতা চ্যাটার্জী মহাশয়া, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর ,
নিখিলেশ কর্মকার - অফিস মাস্টার , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর,
সান্তুনু মৈত্র - আই সি, গঙ্গারামপুর থানা
পেট্রিক কেরকেটা - এস আই, গঙ্গারামপুর থানা
সাহানাজ বিবি - প্রধান, চালুন জিপি,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি -
গোলাম রাব্বানী,
আনারুল ইসলাম ,
পলাশ কুমার শিকদার,
আব্দুল রশিদ মিয়া ,
খয়বয় মন্ডল,
ইমরান হোসেন ,
এবং
রহমানিয়া একাডেমির কর্ণধার - মাহাবুর রহমান মহাশয়,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
সকলের জন্য পরিষেবাগুলো জানানো,
কারা কারা বিনামৃল্যে উকিল বাবু পাবেন, সেগুলো জানানোর সঙ্গে সঙ্গে
শিশুদের সু সাস্থ্য , পরিষ্কার পরিচ্ছন্নতা , বেড টাচ গুড টাচ, বাল্য বিবাহ , মানব পাচার, কুসংস্কার , শিশু শ্রম, ভিক্টিম কমপেনসেশন, ডেঙ্গু সম্পর্কে সচেতন , আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষজন বঞ্চিত না হয়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর যাবতীয় কার্যকলাপ আলোচনা করা হলো ।
: আয়োজক :
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর