3 রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ বুনিয়াদপুর প্রাইড অব ইউনিভার্স এর পরিচালনায় অনুষ্ঠিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী মনোতোষ কুমার মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন দৌলতপুর হাই স্কুলের শিক্ষক শ্রী তন্ময় সাহা মহাশয় উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের এফ ই ও বিশ্বজিৎ ঘোষ মহাশয় ও উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের সমস্ত পি এল ভি নাসিম রেজা,সম্পা মন্ডল সরকার, আফতাব হোসেন ও তাজমুল ইসলাম।