দূরদর্শন কর্তৃক প্রস্তুত একটি সংক্ষিপ্ত ভিডিও-ফিল্মের মাধ্যমে ভারতের লোকপাল সম্পর্কে সচেতনতা
Monday, November 7, 2022
জেলা আইনি পরিষেবার স্টল
আজ বংশীহারী ব্লকের বদলপুর সমবায় ব্যাংকে দুয়ারে সরকারে আমাদের জেলা আইনি পরিষেবার স্টল বসা হয় সেখানে ১২ই নভেম্বর জাতীয় লোক আদালত সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হয় এবং বাল্যবিবাহ ও শিশু ও নারীপাচার সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে জানানো হয়।