দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে
আজ 03- 10- 2022
আদিবাসীদের ট্রাডিশনাল নৃত্যের মাধ্যমে র্যালি করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা, বাল্য বিবাহ , মানব পাচার, শিশু শ্রম, ডেঙ্গু সম্পর্কে সচেতন, পরিস্কার পরিচ্ছন্নতা, প্লাস্টিক বর্জন , জল সংরক্ষণ, গাছ লাগান প্রান বাচাঁন, সরকারি সূযোগ সুবিধা সম্পর্কে অবগত করা হলো ।
গঙ্গারামপুর ব্লকের চালুন জি পি তে
: আয়োজক :
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর