একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ।স্থান ফুলবাড়ী বেস আন নূর মডেলস্কুল(মালঞ্চা)। গঙ্গারামপুর ব্লক।বাল্য বিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, গার্হস্থ্য সহিংসতা, লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায়,ডি এল এস এর কার্য্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের সমস্ত কর্মিবৃন্দ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা ও খয়বর মণ্ডল। তাং ইং 30/10/2022