International Day of the Girl Child.উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান মথুরাপুর অঙ্গন ওয়াড়ী কেন্দ্র। গঙ্গারামপুর ব্লক। শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা,মানব পাচার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা,বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন দিদিমনি মথুরাপুর অঙ্গন ওয়াড়ী কেন্দ্র ও এলাকার মা এরা। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 11/10/2022