রুপা বিবির চার বছর আগে হাসান সরকার, পিতা - দবির সরকার, গ্রাম - তেতরাইল, পোস্ট - ফুলবাড়ী,থানা - গঙ্গারামপুর বিবাহ হয় ।
স্বামী স্ত্রী হিসাবে শান্তি প্রীয় ভাবে সংসার করার কালে কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে ভূল বুঝাবুঝি ও অশান্তি হয় । রাগে ও ক্ষোভে স্ত্রী রুপা বিবি স্বামী হাসান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। উক্ত ব্যাপার নিয়ে অদ্য ইং 06/ 09/ 2022 তারিখে উভয় পক্ষ রা একত্রিত ভাবে বসিয়া নিজ নিজ ইচ্ছায় আলোচনা করিয়া পূর্বের ন্যায় শান্তিপূর্ণ ভাবে সংসারজীবন করার প্রতিজ্ঞা বদ্ধ হইয়া স্বামী স্ত্রী আপোষ মিমাংসা করিয়া নিলেন ।
ভূল বোঝাবুঝি মেটানোর পর স্বামী স্ত্রীকে DLSA অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হলো ।
আমার একান্ত প্রচেষ্টা এবং প্রশাসন এর সহযোগিতায় ।
উপস্থিত ছিলেন -
মিজানুর রহমান - এস আই, গঙ্গারামপুর থানা
সহযোগিতা কারি -
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর