শিশু সুরক্ষা কমিটি গঠন উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। স্থান 9 নং চালুন জি পি।বাল্য বিবাহের কু ফল ও তার প্রতিকার, শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা,। 2000 সালের শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, পকসো আইন, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রধান,উপপ্রধান,সদস্য সদস্যাগণ ,কর্মিগন, 9 নং চালুন জি পি ও দু জন অঙ্গন ওয়াড়ী সুপারভাইজার। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 05/09/2022