বংশিহারী বি ডি ও অফিসে উপস্থিত ছেলে মেয়ে দের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, শিশু শ্রম, শিশু পাচার চক্র থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা,2000 সালের শিশু বিচার আইনের বিভিন্ন ধারা প্রচার,নি খরচায় আইনি পরিসেবা পেতে ডি এল এস এর কার্য্যক্রম, এবং লোক আদালতে কি কি আইনী সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 12/09/2022