বংশীহারী ব্লকের কুশকারী হাই স্কুলে একটি মিশন নির্মল বাংলা অনুষ্টিত হল ।। বিষয় -- সাফাই অভিযান,প্লাস্টিক বর্জন ও স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।।। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের এফ. ই .ও.,পি এল ভি নাসিম রেজা, স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা।।