একটি আইনি সচেতনতা শিবির করা হলো।স্থান পালসা প্রাথমি বিদ্যালয়। গঙ্গারামপুর ব্লক। শিশু দের বোঝানো হয় তারা যেন অপরিচিত লোকজনের কাছ থেকে কিছু খাবার না খায় এবং তাদের গাড়িতে না ওঠে।ডেঙ্গু জ্বরের থেকে সাবধানতা, শিশু অধিকার, শিশু শ্রম, ইত্যাদি বিষয়ে সচেতন করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগন ও এলাকার অভিভাবকগণ। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা ও খয়বর মণ্ডল। তাং ইং 29/08/2022