জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ এর নির্দেশে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আমি সোমা পাল সাহা পি এল ভি জলঘর পঞ্চায়েত একটি বাড়ি তে যাই এবং ওই ছোট্ট শিশু ঝিলিক রায় কে দেখে আমি সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেটারি ম্যডাম এর সঙ্গে ফোন কথা বলি ট্রিটমেন্ট জন্য ।ও ম্যডাম একটি চিঠি করে হাসপাতালে সুপার কে এবং ঝিলিক কে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অনেক সুস্থ ও হাঁটাচলা করছে
জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ কে ধন্যবাদ জানিয়ে ঝিলিকের পরিবার
পি এল ভি
সোমা পাল সাহা