কুমার গঞ্জ ব্লকের তিলনা মধ্য পাড়া আই সি ডি এস সেন্টারে একটি আইনি সচেতনতা শিবির করা হল। আলোচ্য বিষয় বিনামূল্যে আইনি পরিষেবা,বাল্যবিবাহ প্রতিরোধ, ভিকটিম কমপেনসেশন, পকসো আইন প্রভৃতি আয়োজক পি এল ভি রেজাউল মন্ডল উপস্থিত পি এল ভি সারভিন খাতুন ও অজয় রবিদাস তারিখ 02/08/22