পথে পথে, বাড়ি বাড়ি প্রচার করার সময় এমন এক অসহায় পরিবারকে পাই ,যে পরিবারে কিছুদিন আগেই এক সদস্য মারা যায় । নতুন নিয়মে কিভাবে সমব্যাথী প্রকল্পের টাকা পাওয়া যায় সেটা না জানায় আবেদন করতে পারছিল না।
আমি সেই বিষয় জানতে পারায় খুব দ্রুততার সহিত ব্লক খাদ্য দফতর ও অঞ্চল অফিসে যোগাযোগ করে সমব্যাথী প্রকল্পের আবেদন পূরণ করে দি । -------'
মিন্টু প্রামানিক
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর