আবার স্কুল ছুট শিশু দুটির ভর্তির উদ্যোগ নিলো দক্ষিণ দিনাজপুর -জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
-------------------------
গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপি,র টাউসি গ্রামের কবিতা হাসদা ও মাম্পি দেবনাথের পড়াশোনা বন্ধ প্রায় । খবরাখবর পাওয়ার পর যোগাযোগ করে বোঝানো হলে, দুই জন শিশু ও তাদের পরিবারের লোকজন পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন।
কবিতা হাসদা ষষ্ঠ শ্রেণিতে এবং মাম্পি দেবনাথ সপ্তম শ্রেণিতে ভর্তি হতে চায় ।
কবিতা সরকারের School Leaving Certificate এ বাবার নাম ভূল থাকায় সমস্যায় পড়েছে।
মাম্পি দেবনাথ এর School Leaving Certificate না থাকায় সমস্যায় পড়েছে । মাম্পি দেবনাথ এর বাবা ও মায়ের মধ্যে ভূল বোঝাবুঝি থাকার কারণে মাম্পি তার মায়ের সঙ্গে দাদুর বাড়িতে আছে । সেই কারনে School Leaving Certificate নেই ।
সমস্ত কিছু জানার পর আমি আরিফুল ইসলাম ও গোলাম রাব্বানী চালুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলে, উনি মানবিক ভাবে দেখবেন বলে জানালেন ।
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর প্রচেষ্টার ফলে ভর্তি হওয়ার এবং পড়াশোনার সুযোগ পাবে জানার পর প্রচণ্ড খুশি এবং দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন ।
স্কুল ছুট শিশুদের বিদ্যালয় মুখি কারি -----
আরিফুল ইসলাম
ও
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর