Search This Blog

Wednesday, July 20, 2022

Photo from GOLAM RABBANI

আবার  অসহায়  শিশুর প্রতি সহানুভূতির হাত বাড়ানোর উদ্যোগ  নিলো দক্ষিণ  দিনাজপুর  - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ 
    ---------------------
 বাবা  মায়ের  সম্পর্কে  চিড় ধয়ায়  ৪ বছরের  নয়ন দেবনাথ  শিশুটি মা বানি দেবনাথ  এর  সঙ্গে  গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপির টাউসি  গ্রামে বসবাস  করে।
এখানে  কাগজপত্র  না থাকায় এবং  আই সি ডি এস সেন্টারে নাম থাকায় খাদ্য সামগ্রী  বা অঙ্গন ওয়াড়ী সেন্টারে  বিকাশের  শিক্ষা  থেকে  বঞ্চিত  হচ্ছিলো । 
রেশন কার্ড না থাকায় রেশন দোকান  থেকে  রেশন সামগ্রী  পাচ্ছে  না। 
    আমরা   সমস্ত  কিছু  খোঁজ  খবর  নিয়ে আই সি ডি এস সেন্টারে  যোগাযোগ  করি।

  বিষয়টি  টি নিয়ে  বিভিন্ন  জায়গায় যোগাযোগ  করা হয়।
 আই সি ডি এস  সেন্টারে  ভর্তি  করানো হলো। 
 আই সি ডি এস সেন্টারে  ভর্তি  হওয়ায় নয়ন দেবনাথ  এর মা প্রচণ্ড  খুশি  এবং  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  কে ধন্যবাদ  জানালেন । 
       ভর্তি  করা ও যোগাযোগ  কারি ------
      আরিফুল  ইসলাম  
                 ও 
 গোলাম  রাব্বানী 
    ( পি এল ভি )
 জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
 দক্ষিণ  দিনাজপুর