জনসাধারণের পরিষেবা দানকারী ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও তৃষ্ণার্ত পথচারীদের পাশে দাড়ালো দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
------------------------
জলের অপর নাম জীবন ।
গঙ্গারামপুর চৌপথী মোড়ে প্রতিদিন প্রচণ্ড গরমে কষ্টের মধ্যেও ট্রাফিক পুলিশ সহ সিভিক গন পরিষেবা দিয়ে আসছে এবং পথচলতি শিশু সহ মানুষ জন প্রচণ্ড গরমে তৃষ্ণার মধ্যেও রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে ।
এই সব দেখে মানবিক ভাবে পাশে থাকার জন্য মাননীয়া সেক্রেটারি ম্যাডাম সহযোগিতার হাত বাড়ানোর জন্য পি এল ভি দের নির্দেশ দেন।
মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কুশুমিকা দে মৈত্র - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, দক্ষিণ দিনাজপুর নির্দেশ মতো আজ 12 /07/ 2022 তারিখে গঙ্গারামপুর চৌরাস্তা মোড়ে গ্লূকোন ডি, জল, কাপড়ের ব্যাগ দেওয়া হয়। গ্লুকজ মেশানো জল খাওয়ানো হলো ,দক্ষিণ দিনাজপুর -জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ট্রাফিক পুলিশ ও ট্রাফিক পুলিশ কে সহযোগিতা কারি সিভিক গন, সিগন্যাল আটকে পড়া পথচলা শিশু ও মানুষ জন এবং পথচলতি শিশু ও মানুষগুলোকে। এই রকম উদ্যোগ দেখে ট্রাফিক পুলিশ সহ পথ চলতি মানুষজন প্রচণ্ড খুশি এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন -------------
উপস্থিত -
জয়দেব তালুকদার ( এ এস আই )
গঙ্গারামপুর ট্রাফিক
ও
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি
সামিমা নাসরিন ,
আব্দুল রশিদ মিয়া ,
আরিফুল ইসলাম ,
সন্জয় সরকার,
ইমরান হোসেন ,
পলাশ কুমার শিকদার
এবং
গোলাম রাব্বানী