আন্তর্জাতিক প্লাষ্টিক, ক্যারিব্যাগ বিরোধী দিবস উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির করা হলো। স্থান শিয়াল গাজী। গঙ্গারামপুর ব্লক। প্লাষ্টিক, ক্যারিব্যাগ ব্যাবহারের কু ফল, ও পরিবেশে তার প্রভাব, বাল্য বিবাহের কু ফল ও তার প্রতিকার, নারী ও শিশু পাচার চক্র থেকে সচেতন POCSO ACT, ভিকটিম কমপেনসেসন, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা। তাং ইং 03/07/2022