International Day Against Drug Abuse and Illicit Trafficking ( আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস ) Legal Awareness Camp
-------------------------------
প্রতি বছর ২৬ শে জুন সারা বিশ্বে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সচেতন জন সচেতনতা তৈরি করতে এবং মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরেও এই দিনটি দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পালন করা হলো,
মাদক আসক্ত থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করা হলো,
শিশুদের চকলেট ও পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো, পড়াশোনায় আগ্রহ বাড়ানোর জন্য শিশুদের ।
আজ 26- 06- 2022
গঙ্গারামপুর ব্লক
: আয়োজক:
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর