মনোয়ারা বেওয়া এবং সাবিনা বেওয়া দু জনে অশোকগ্রাম অঞ্চল এলাকার বাসিন্দা। আর্থিক অবস্থা খারাব । বি ডি ও অফিসের বি ডব্লু ও বাবু কে জানিয়ে বিধবা ভাতা পাইবার আবেদন লিখে দিই। আজ খবর পাওয়া যায় ভাতা দুটি মঞ্জুর হয়েছে। DLSA এর কর্মি হিসেবে আমাকে তাঁরা ধন্যবাদ দেন। পি এল ভি আব্দুল রশিদ মিঞা।