World Day Against Child Labour
( আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস ) ও আইনি সচেতনতা শিবির করা হলো
দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে
বালুরঘাট ব্লকের বোয়ালদার জি পির তফসিলি উপজাতি এলাকায় ,
শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে উৎসাহিত করার লক্ষ্যে এই দিনটি অনুষ্ঠিত ও পালিত হয় । প্রতি বছরের ন্যায় এবছরেও এই দিনটি দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পালন করা হলো,
আজ১২ ই জুন ২০২২,
শিশু শ্রমের সমস্যার দিকে মনোযোগ দেওয়া এবং তা নির্মূলের উপায় খুজে বের করা।
শিশু শ্রম যাহাতে না হয় তার জন্য শিশুদের বিদ্যালয় মুখি করার উৎসাহ দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা জানানো হলো শিশু সহ পরিবারের লোকজন দের
: আয়োজকঃ পূজা দাস
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর