নাম জুঁই বর্মন (বয়স ১৬ বছর)
পিতা নেপাল বর্মন
মাতা সান্তনা বমন
সাং ঝাপুসি
পোস্ট পতিরাম
থানা পতিরাম
জেলা দক্ষিণ দিনাজপুর
গোপন সুত্রে খবর পেয়ে প্রথমে চাইল্ড লাইন কে জানানো হয় তারপরে পতিরাম থানা উভয়ে একসঙ্গে নাবালিকা মেয়ে টা বাড়ী তে গিয়ে বাল্যবিবাহ। টি বন্ধ করা হলো। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করা হলো বাল্যবিবাহ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । ও জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিষেবা মুলক কাজ কর্ম নিয়ে আলোচনা করা হলো।
উপস্থিত ছিলেন পতিরাম থানা পুলিশ , বিডিও স্টাফ, পঞ্চায়েত অফিসে স্টাফ,চাইল্ড লাইন
জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ
পি এল ভি
সোমা পাল সাহা