Search This Blog

Saturday, May 21, 2022

Victim compensation

পাপিয়া মাহাতো বয়স ১৬বছর
পিতা দিনু মাহাতো 
সাং দামুয়া ঘুঘুডাঙা
পোস্ট আমরাইল 
থানা বালুরঘাট
জেলা দক্ষিণ দিনাজপুর
পাপিয়া মাহাতো রেপ হয়েছে আমি প্রথমে লোকাল খবরে শুনতে পাই যে ১৬ বছরের এক নাবালিকা মানসিক ভারসাম্য হীন  শিশু ধর্ষন হয়
আমি প্রথমে থানার অফিসার সঙ্গে কথা বলি ও ভিকটিম কমপেনসেশন ব্যপারে আলোচনা করি ও তারপরে পাপিয়া মাহাতো ঠিকানা ও যোগাযোগ নম্বর টা পাই ও যোগাযোগ করি এবং ভিকটিম কমপেনসেশন পাওয়া যায়  । জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ অফিস থেকে সেটা নিয়ে আলোচনা করা হয় ও কি কি প্রয়োজন নথি পএ লাগবে তা বার বার করে বলে দেওয়া হয়। তারপরে ২০.০৫.২২ তারিখে জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ অফিস এ নিয়ে এসে ভিকটিম কমপেনসেশন জন্য দরখাস্ত লিখে দেই ও সমস্ত কাগজ অফিসে জমা করি। আয়োজক 
পি এল ভি
সোমা পাল সাহা