আবার মানবিকতার নজির দক্ষিণ দিনাজপুর -জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের
---------------------------------------
গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপির লালচন্দ্রপুর গ্রামের অসহায় দুই জন ভিক্ষুক বিধবা মহিলা সরকারি কোনো সুযোগ সুবিধা না পেয়ে দারুণ কষ্টে দিন যাপন করে আসছিল ।
দেখাশোনার কেউ নেই ।
সমস্ত কাগজপত্র জোগাড় করে গঙ্গারামপুর ব্লকে জমা করার পর
আজ 28/05/2022
বাড়িতে গিয়ে খবরাখবর নিয়ে জানতে পারলাম দুই জনের বিধবা ভাতা চালু হয়েছে । একজন ভদ্র মহিলা প্রচণ্ড অসুস্থ ।
সরকারি ভাতা চালু হওয়ায় অসহায় বিধবা মহিলা সহ গ্রামবাসী প্রচণ্ড খুশি ।
এই রকম উদ্যোগ ও সহযোগিতা করার জন্য ব্লক প্রশাসন এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়েছেন।
সহযোগিতা কারি
আরিফুল ইসলাম
এবং
গোলাম রাব্বানী
( পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর