গঙ্গারামপুর ব্লকের অধীন নরসুন্দর পাড়া অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে উপস্থিত মা ও শিশু দের নিয়েঅনুষ্ঠিত হলো একটি আইনি সচেতনতা শিবির। বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, নারী ও শিশু পাচার চক্র থেকে সাবধান,গার্হস্থ সহিংসতা, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের কার্য্যক্রম ও লোক আদালতে র সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক আব্দুল রশিদ মিঞা (পি এল ভি) দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ। তাং ইং 26/05(2022