Search This Blog

Wednesday, May 18, 2022

দেখভাল করে ও তাদের মাসিক খরচা দেয়, সেটা পাবার জন্য DLSA SECURITY এর কাছে আবেদন

আজ নন্দনপুর জি পি অফিস এ বয়েষ্ক অসহায় স্বামী ও স্ত্রী আসে। তাদের একমাত্র প্রতিবন্ধী পুত্র মারা গিয়েছিল। তাঁরা পুত্র কে তাদের সমস্ত সম্পত্তি দান করেন। বর্তমানে তাদের বিধবা পুত্রবধূ তাদের দেখভাল করছে না। পুত্রবধূ পুত্রের চাকরি পেয়েছে। সুতরাং পুত্রবধূ তাদের দেখভাল করে ও তাদের মাসিক খরচা দেয়, সেটা পাবার জন্য DLSA SECURITY এর কাছে আবেদন পত্র লিখে দিয়ে সাহায্য করলাম।
কমল কৃষ্ণ দাস ও অঞ্জলী দাস, সাং+পোস্ট- নন্দনপুর , থানা- গঙ্গারামপুর।
PLV-PALASH KUMAR SHIKDER