Monday, April 25, 2022

Photo from Arup Kr Sarkar

আগামী ২রা মে 2022 থেকে মধ্যস্থতা পক্ষকাল (mediation fortnight) চলবে 15 ই মে 2022 পর্যন্ত। এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা করাবার জন্য এবং কিভাবে মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করবে সেই বিষয়ে পরামর্শ দেয়া হয়। এবং একটি আইনি সচেতনতা শিবির করা হলো। উপস্থিত পি এল ভি অরূপ কুমার সরকার ও গৌড় নিতাই হালদার। Date 25/4/2022