সবিতা প্রামাণিক স্বামী জয় হাজাম সাং কাটনা পোস্ট বড়ো কাশিপুর থানা বালুরঘাট ।
সবিতা প্রামাণিক দেড় বছর একটি কন্যা সন্তান রয়েছে । তার স্বামী মার ধোড় করেন এবং বাড়ি থেকে বের করে দিয়েছে ।থানাতে এসে খুব কান্নাকাটি করে প্রথমে আমি ডিউটি অফিসার সঙ্গে কথা বলি ও পরে আই সি স্যার সঙ্গে কথা বলে একটি দরখাস্ত লিখে দেওয়া হয় । মহিলা টাকে তার বাচ্চাকে মা কোলে ফেরত দেওয়া হয় । উপস্থিত ছিলেন এস আই অন্তত মন্ডল ও সিভিক এছাড়া জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিষেবা পি এল ভি সোমা পাল সাহা